Free Fire Account Diamonds Refund Problem

Free Fire Account Diamonds Refund Problem

অনেক আইডিতে হটাৎ করে দেখা যায় যে “To Lift your restriction, Diamonds Top-Up Required 5200

এই সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাব্য কারণ ২টি

১. Bulk Diamonds Top-Up.
২. Seller Diamonds Refund করেছেন।

আমি এই পর্যন্ত যত জনের এই সমস্যা দেখছি আর মধ্যে ৯৯% ক্ষেত্রেই কারণ ছিল Bulk Top-Up

আসুন একটু সাধারণ হিসাব করি !

সার্ভার ভেদে ডায়মন্ড এর দাম কম বেশি হয় আর বিভিন্ন সার্ভার এর ডায়মন্ড আমরা আগে India Server (বর্তমানে Bangladesh server) দিতাম তখন প্রথম বার দিলে বোনাস দিত যা থেকে শুরু হয় Promo Offer.

বর্তমানে কোনো প্রমো সার্ভার নেই তাই বিভিন্ন দেশের সার্ভারে যখন আমরা আইডি পাস এর টপ আপ কম মূল্যে পাই তখন তা দেয়া হয়।

কিন্তু সমস্যা তাতেও না ! সমস্যা হল কিছু সেলার অতিরিক্ত লাভের আসায় ব্ল্যাক মার্কেট(Dark Web) থেকে চুরি হওয়া ক্রেডিট/ডেবিট/ভার্চুয়াল কার্ডের তথ্য কিনে তা দিয়ে টপ আপ শুরু করার পর থেকে।

যেই ব্যাক্তির কার্ড এর মাধ্যেমে কিনা হয় সে যখন এই ব্যাপারে জানতে পারে সাথে সাথে ব্যবস্থা নেয় এবং এই Transection টি বাতিল হয়ে যায় আর আপনার একাউন্টে যেই ডায়মন্ড যা অলরেডি খরচ করে বসে আসেন সেটার Restriction চলে আসে।

ধরেন, ৫৬০০ ডায়মন্ডের মূল্য গেমে ৫০ ডলার যার দাম দাড়ায় ৮৫ টাকা করে ধরলে ৪২৫০ টাকা আর যদি একেবারে কমে ধরি যে কোনো ফ্রিল্যান্সার বোকার সর্গে বাস করে তাই ৭০ টাকা করে দিল তাহলেও দাম দাড়ায় ৩৫০০ টাকা আর আপনি সেটা ১৫০০-২০০০ টাকায় যখন কিনলেন আপনি কি একবারও ভাবলেন না ৪২৫০/৩৫০০ টাকার জিনিস  এত কম মূল্যে কিভাবে দিচ্ছে !

বাল্ক কিনে যারা এই পর্যন্ত আইডি হারিয়েছেন তার জন্যে তারা নিজেরাও দায়ী কারণ বাল্ক কিনার সময় আপনি একবারও ভেবে দেখলেন না !

দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে কম মূল্যে ডায়মন্ড পেয়ে অনেকেই যাচাই করা ছাড়া বা অযাচিত জায়গা থেকে ডায়মন কিনে নিচ্ছেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি ডায়মন কিনেছেন ঠিকই কিন্তু সেলার আপনার এটা রিফান্ড করেছে ! যদিও এই সম্ভাবনাটা অত্যন্ত কম কিন্তু সতর্ক থাকা ভালো সুতরাং  আপনি কার থেকে নিচ্ছেন তার ব্যবসায়িক পরিচিতি সম্বন্ধে ধারণা নিয়ে তারপর ক্রয় করবেন।

যাই হোক এক্ষেত্রে পরামর্শ একটাই নেরা বেল তলায় একবারই যায়। ভবিষ্যতে কোনো কিছু কিনার আগে দাম যাচাই আর হিসাব নিকাশ করে কিনবেন।