উত্তর: আমরা আমাদের Website এ SSL Secure System ব্যবহার করি এবং আপনাদের Login Details অর্ডার Complete হওয়ার সাথে সাথে আমাদের Data Base থেকে Auto Erase হয়ে যায়। এছাড়াও আমাদের Communication এ End to End Encryption Method এর মাধ্যমে সর্ব্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা আমরা করেছি। বাকিটা আল্লাহ ভরসা।
উত্তর: জি পারবেন, কিন্তু যদি আপনার একাউন্ট না থেকে সেক্ষেত্রে ডায়মন্ড কিনতে গিয়ে কোনো ঝামেলা হলে আমরা আপনার থাকে যোগাযোগ করতে পারব না এবং আপনি Refund ও পাবেন না।
উত্তর:অর্ডার করার পর পণ্যের ধরন এর জন্য এটা বাতিল বা Refund গ্রহণযোগ্য নয়।
উত্তর: আপনি Login Detais ভুল দিলে বা 2 Step Verification On করে রাখলে আমরা আপনার আইডিতে ডায়মন্ড কিনে দিতে পারব না তাই অর্ডার করার আগে আপনি যেই আইডিতে ডায়মন্ড কিনবেন সেটা অন্য কোনো ফোন যেটায় আপনার আইডি কখনও লগিন করা হয় নাই এমন ফোনে লগিন হয় কিনা যাচাই করে অত্যান্ত সাবধানতার সাথে দিবেন কারণ ভুল হলে আমাদের কিছুই করার থাকবে না।
উত্তর: জি না, নিতে পারবেন না।
উত্তর: জি নিতে পারবেন। এক কথায় আপনার Facebook Account দিয়ে Game এর আইডি খুলে থাকলেই আপনি In Game Purchase নিতে পারবেন।